মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২৩ সম্মাননা ক্রেষ্ট ও সনদ পেলে ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম শ্রেণী পর্যন্ত)এর প্রধান শিক্ষকমো. শাহিনুর রহমান শাহিন।শনিবার,২৩ সেপ্টেম্বর,সন্ধ্যায় রাজ ধানীর পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে কে ফজলুল হক স্মৃতি পরি ষদ ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মননা প্রদান করা হয়েছে।
এসময় শিক্ষা,ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা র জন্য সারাদেশ থেকে বাছাইকৃত উপজেলা চেয়ারম্যান ও প্রধান শিক্ষকসহ মোট ৩২ জনের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের কো-চেয়ারম্যান মো. আতাউ ল্লাহ খানের সভাপতিত্বে ও প্রফেসর ড. শহীদ মনজুর এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীমকো র্টের সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকু র রহমান মিঞা।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মাগু র্ব মোর্শেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ মন্ত্রনা লয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরে বাংলার দৌ হিত্রী ও কেএসপি’র চেয়ারম্যান মিসেস ফারহানা হক রিপা সাবেক এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলু ল করিম, বাসস এর সাবেক ব্যাবস্থাপনা পরিচালক বীর মু ক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুইয়া,ভারতের বঙ্গবন্ধু ফাউ ন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর এমএম শামীম, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর কবি হাসিনা মমতাজ হাসি প্রমূখ।
মো. শাহিনুর রহমান শাহিন ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন,২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
এছাড়া ২০২২ ও ২০২৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নে ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে তার বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।