June 21, 2025, 4:43 am
শিরোনামঃ
যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান সারাদেশে আটক ৪০৮ উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার শাহজাদপুরে ফল মেলা ২০২৫ শুরু: দেশি ফলের গুরুত্বে সচেতনতামূলক আয়োজন ডিবির অভিযানে ময়মনসিংহে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার শাহজালালে আমদানি নিষিদ্ধ গৌরী ক্রীম আটক চকরিয়া থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আটক, প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে, গুলি করার পরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে হবে- ইউএনও আরিফুল ইসলাম
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শ্রীপুরে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর প্রধানমন্ত্রী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি-অগ্নিসংযোগ,লুটপাট মারধর মিথ্যা মামলা

Reporter Name

মাজহারুল ইসলাম।কথায় আছে আকাশে যত তারা পুলিশ ব্যবহার করে তত ধারা।যদিও পুলিশ বাহিনীর আইনের মধ্যে সীমাবদ্ধ থাকার বিধান রয়েছে।কাগজ কলমে শুধু পুলিশ এ্যাক্ট আছে।বাস্তবে পুলিশের বিরুদ্ধে সে সব আইন প্রয়োগ না করায় পুলিশ বাহিনী বেপরোয়া।পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।কোন অপরাধে র সাথে সংগঠিত হওয়ার পরে সাময়িক বরখাস্ত(ক্লোজড) নামে শব্দ ব্যতিত শাস্তি হয়না অধিকাংশ পুলিশের।অনুস ন্ধানে সুত্রে জানাযায়,বাংলাদেশ পুলিশ বাহিনী কাগজ-কলমে জনগণের বন্ধু।প্রকৃত বন্ধু সুলভ আচরণ আশা করা মুশকিল ও দুস্কর বটে।সম্প্রতি উচ্চ আদালত পুলিশের প্রতি কয়েকটি নির্দেশনা জারি পূর্বক জনকল্যাণ মুলক রায় প্রদান করেছেন।উচ্চ আদালতের এসব নির্দেশ মানছে না পুলিশ।যার কারনেই জনগন তার সুফল পাচ্ছে না।প্রথমে ইউনিফর্ম ব্যতিত পুলিশ বা আইন শৃংখলা বাহিনী কাউকে গ্রেফতার করতে পারবে না।

সুনিষ্ট অভিযোগ ব্যতীত কোন নাগরিককে গ্রেফতার করা নিষেধ।সাদা পোশাকে কোন আইন প্রয়োগকারী সংস্থা কোন অপরাধীকে আটক করা যাবে না।পুলিশের সন্দেহ ভাজন আইন ৫৪ ধারায় গ্রেফতারের পূর্বে পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ব্যাখ্যা প্রদান পূর্বক ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে।সন্দেহভাজন কোন নাগরিককে কোন অপরাধের শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে রিমান্ডে নেয়া যাবে না।এরুপ ২৩টি নির্দেশনা পূর্বক রায় প্রদান করেছেন।কিন্তু সংবিধানের সাংঘর্ষিক ধারা সমূহ ৩২,৫১,১৪৩-১৫৬ ধারায় বলা হয়েছে একজন পুলিশ কর্মকর্তা বা ইউনিফর্মধারী যেকোন পুলিশ সদস্য ওয়ারেন্ট ব্যতীত যেকোন নাগরিককে আটক করতে পারবে।

সে ধারা রহিত না সত্ত্বেও ৫৪ধারা অপ-প্রয়োগ করে যাচ্ছে পুলিশ প্রশাসন।কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক চাপ প্রয়োগের কারনে বিনা অপরাধে নিরীহ সাধারণ মানুষকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে।থানায় আটক রেখে ২-৫দিন পরে মিথ্যা মামলায় বা সন্দেহভাজন ৫৪ধারায় চালান দেয়।কিছু কিছু অসৎ পুলিশ কর্মকর্তা নিজের ফায়দা হাসিলের চেষ্টায় সর্বদাই লিপ্ত থাকে।সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে,আইনের অপ-প্রয়োগ বন্ধ করা একান্ত জরুরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

পুলিশের অপরাধ বন্ধের জন্য বাংলাদেশ পুলিশ সদরদপ্তর দৃড় প্রতিজ্ঞাবদ্ধ সত্ত্বেও পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত অভিযোগ করে ভোগান্তি স্বীকার নিরীহ মানুষ।পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ দেয়া সত্ত্বেও তদন্ত হিমাগারে পড়ে থাকে।তদন্তের নামে অভিযোগকারীদের হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য ঘটনা হলো:-বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজে লার সাবেক আলিমাবাদ ইউনিয়নের বর্তমানে শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০০৬ বিকেল ৫টায় আসর নামাজের পর দোয়া-মিলাদ মাহফি লের আয়োজন করা হয়েছিল।বিএনপির দলীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে বাধা দিয়ে বিএনপির নেতা নয়ন জোমাদ্দারের নেতৃত্বে ৫০/৬০ বিএনপির সন্ত্রাসীরা তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

বিএনপির সন্ত্রাসীর দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় আ.লীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম,আ. লীগ অফিস কুপিয়ে তছনছ,দোয়া-মিলাদ মাহফিলের আয়োজনের আনিত ৬ মন জিলাপি ৭টি মোবাইল সেট নগদ ৭ হাজার টাকা সোনার অলংকার ছিনিয়ে নিয়েছে।

অতঃপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে।আ.লীগের নেতা কর্মীদের কুপিয়ে জখম করা সত্ত্বেও অবরোধ করে চিকিৎসা সেবা দিতে বরিশাল শেবাচিম হাসপাতালে যেতে দেয়নি।রাতের আধারে পালিয়ে ঢাকা গিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফেরা পরে ৩১ আগষ্ট বৃহস্পতিবার ২০০৬ আ.লীগ নেতাকর্মী দের বাড়ি-ঘর ডাকাতি করে নিয়ে যায়।এম মাজহারুল ইসলাম মামুন সহ ৭ জনকে ধরে নিয়ে মেহেন্দিগঞ্জ থানায় আটক রেখে জিআর ১৫৩/২০০৬ ছিদ্দিক ভূঁইয়া নামে বাদী সাজিয়ে চালান দেয়া হয়।পরবর্তীতে এসআই আব্দুল্লা হ বিশ্বাস ঘটনা সত্যতা না পেয়ে চুরান্ত প্রতিবেদন দাখিল করেন।এর পরেও ক্ষ্যান্ত হয়নি একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

২৯ ডিসেম্বর ২০০৮ সচ্ছ-নিরপেক্ষ,অবাধ,সুষ্ঠু নির্বাচনে আ.লীগ সরকার গঠন করলেও বরিশাল-৪ হিজলা, মেহে ন্দিগঞ্জ নির্বাচনী আসনে সংসদ সংসদ কাজী মেঝবা উদ্দিন ফরহাদ হয়।মেঝবা উদ্দিন ফরহাদ এমপি হওয়ার সুবাদে শ্রীপুরের আ.লীগ রাজনীতি নেতৃত্ব শুন্যের চেষ্টায় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের ষ্টিম রোলার শুরু করে।উক্ত নির্যাতনের প্রতিবাদে ১৭ এপ্রিল ২০১০ আদালতে এমপি ১৭৩/১০ সিআর ২০১১ মামলা বাদী এম মাজহারুল ইসলা ম মামুন।মেহেন্দিগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ১ ডিসেম্বর ২০১০ সরেজমিনে শ্রীপুর তদন্ত আসায় স্বাক্ষী প্রমানে প্রমাণিত হয়েছে।

শ্রীপুরের আ.লীগ নেতা-কর্মীরা স্বাক্ষী দেয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ১৭ ডিসেম্বর ২০১০ রাত ৮ টায় মন্নান শেখের নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা রামদা,পিস্তল,পাইপগান,বন্ধু ক,চাপাতিয়ার,টেডা,সরকি ইত্যাদি জীবন নাশক অস্ত্রাদি নিয়ে শ্রীপুর বাজারে জোর পূর্বক প্রবেশ করে আ.লীগ অফিস কুপিয়ে তছনছ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও প্রধানমন্ত্রাী শেখ হাসিনার ছবি ভাংচুর-অগ্নিসং যোগ,লুটতরাজ নেতাকর্মীদের কুপিয়ে হত্যা চেষ্টা ইত্যাদি অপরাধ করেছে।ওই ঘটনায় ১৯ ডিসেম্বর ২০১০ আজকে র বার্তা পত্রিকায় মেহেন্দি গঞ্জের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১৭ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

বরিশালের সাবেক পুলিশ সুপারের দেবদাস ভট্টাচার্য থাকা কালীন মেহেন্দিগঞ্জ থানার সাবেক ওসি জুলফিকার আলী গাজ্জালী ও এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে এম মাজ হারুল ইসলাম মামুন মোল্লা ০১ জানুয়ারি ২০১১ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের অভিযোগ দাখিল করে। ৩ জানুয়ারি ২০১১ আজকের বার্তা পত্রিকায় মেহেন্দিগঞ্জের ওসি এবং এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বানি জ্যের শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।তদন্তের নামে উক্ত ঘটনা ধামাচাপা পড়ে যায়।৩জুন ২০১১ নয়ন জোমা দারের বাহিনীর সন্ত্রাসী কবীর মৃধা,এনামুল জোমাদার, রফিক আকন সহ ২৪ জন সন্ত্রাসীরা শ্রীপুর বাঁধের পাড়ের জোড় মসজিদের সামনে থেকে মামুন মোল্লাকে তুলে নিয়ে যায়।নয়



Our Like Page
Developed by: BD IT HOST