মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে নারা য়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নয়াপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।আর এই কর্মী সম্মেলনকে সফল করতে সময়ের বাতিঘরের প্রতিষ্ঠাতা সভাপ তি,তরুণ সমাজ সেবক, এমদাদুল হকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেছেন। এ সময় এমদাদুল হক বলেন,আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান,দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে চাই।
অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধা রণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,স্বেচ্ছা সেব কলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসাইন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল,জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।