মধ্যপ্রাচ্য ইনচার্জ:পরী বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ( বাপ্রসাফ)এর পক্ষ থেকে প্রবাসে বাংলাদে শের জাতীয় প্রতিষঠান সানসিটি মেডিকেল সেন্টার এর জন্য প্রচার সপ্তাহ ঘোষণা করা হয়েছে।উদ্ধোধ নীয় সপ্তাহ ঘোষনার নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ চান,সাধারণ সমপাদক ফকির আল আমিন ও উপদেষ্টা মো:জাহাঙ্গীর আলম। বুধবার বাদ এশা ফাইভ বিল্ডিংয়ের বাংলাদেশী ব্যবসায়ী আবদুল কাদের এর হাতে সানসিটি মেডিকেল এর প্রচার পএ তুলে দিয়ে এর পর সৌদি নাগরিক,ইয়েমেন,ভারতীয়,
সুদানী সহ বিভিন্ন দেশীয় লোকদের হাতে এর লিফলে ট তুলে দিয়ে প্রচার সপ্তাহের কার্যকম শুরু করা হয়।জনপ্রিয় সংগঠন বাপ্রসাফ প্রবাসীদের কল্যানে সানসি টি মেডিকেল এর পাশে থাকার ভুমিকাকে উৎসাহিত করার জন্য সাংগঠনিক এই কর্মসুচী ঘোষণা করে।
আগামী ৭দিন রিয়াদের বিভিন্ন মার্কেটে এ প্রচারনায় অংশগ্রহণ করবেন বাপ্রসাফ ভুক্ত দেশের জাতীয় ও সাপ্তাহিক বিভিন্ন টেলিভিশন, দৈনিক ও সাপ্তাহিক পএ পএিকার প্রবাসী প্রতিনিধিগন।বাপ্রসাফের বিনা পারশ্র মিকের এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রবাসী বিভিন্ন বিশিষ্ট জনরা।