সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোঃ ওসমান চৌধুরী:
আমিরাতে সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সং গঠনগুলীকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন দুবাইতে নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রা শেদুজ্জামান।মঙ্গলবার(১২ নভেম্বর)বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত এর নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এর সাথে বাংলাদেশ সমিতি আজমানের নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎতের আলোচনা কালে তিনি এই আহ্বান জানান।
কনস্যুলেটের কনফারেন্স রুমে আয়োজিত এইআলোচনায় তিনি আরও বলেন সংগঠনগুলির নিজস্ব গঠনতন্ত্র মোতা বেক এবং মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সুফল বয়ে আনবে। এ সময় বাংলাদেশ সমিতি আজ মানের নেতৃবৃন্দরা নবনিযুক্ত কনসাল জেনারেলকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এবং উপস্থিত সকলে পরিচিত হয়ে,সমিতির বিগত দিনের নান কর্মকান্ড নিয়ে তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট)মোহাম্মদ কাজী ফয়সাল,সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।
বাংলাদেশ সমিতি আজমান এর পক্ষে উপস্থিত ছিলেনসভা পতি আব্দুল আলিম সিআইপি,সাধারণ সম্পাদক সিকদার মোঃ শাফায়েত উল্লাহ,প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস,সিনি য়ার সহসভাপতি মোঃ সেলিম উদ্দিন চৌধুরী,সহসভাপতি হাসান জাকির,সহসভাপতি এইচএম কামরুজ্জামান সিআই পি,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম,যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মো : বারেকুজ্জামান,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি,অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,মিডিয়া সেক্রেটারি মাহাবু ব হাসান হৃদয়,সাধারণ সদস্য জাবেদ হোসেন, সাধারণ সদস্য মিজান সৈয়দ ও সাধারণ সদস্য মোঃ বুলবুল আহমেদ মকুল।