সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা হতে চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ১০ মিঃ এর দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এসময় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা উক্ত প্রাইভেটকারটিসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জিনিদ করা এলাকার আব্দুল হক এর পুত্র মোঃ সুমন হোসেন (৩১), এবং একই জেলার চৌদ্দগ্রাম থানার নতুনপাড়া এলাকার মোঃ রাসেল মিয়া (২৭), কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতর হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিকে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোজসাজসে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসা য়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতা রকৃত ১নং অাসামী মোঃ সুমন হোসেন এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানায় ১টি এবং ২নং আসামী মোঃ রাসেল মিয়ার বিরুদ্ধে ফেনী সদর থানায় ১টি মাদক দ্রব্য সংক্রান্ত মামলা পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।