এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধিঃ–
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ নৈশকালীন অভিযান পরিচালনা করিয়া জিআর নং ১১১৯/১৭ এর ০৬ মাসের সাজা ও ১০০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত মাদক ব্যবসায়ী আসামী ১। জাহিদুল ইসলাম আরজু, পিতা- রহিম বক্স, সাং- সোনাকান্দি, জিআর নং ১২৯৯/২২ এর পরোয়ানাভূক্ত আসামী ২। মোঃ ইমন, পিতা- কামাল উদ্দিন, সাং ডোমনাকান্দি, সিআর নং
৫৪/২৩ এর পরোয়ানাভূক্ত আসামী ৩। মোঃ বেলাল হোসেন, পিতা- মোঃ ইলিয়াস, সাং- বালিয়াকান্দি ও সিআর নং-২৫৮/২২ সংক্রান্তে আসামী ৪। ফয়েজ উদ্দিন, পিতা- মৃত আবদুল রব মাষ্টার, সাং- দক্ষিন কাদরা, সর্বথানা- সেনবাগ, জেলাঃ নোয়াখালীদেরকে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।