ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। “বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২” অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৬০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১৩০ কোটি টাকা। ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।
এর সুইফট কোড BSONBDDH। ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় অবস্থিত। এ ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং শাখা বাংলাদেশের আলোচিত অঞ্চল কক্সবাজারের মাতারবাড়ীতে উদ্বোধন হয় এ শাখাটি কক্সবাজারের দ্বিতীয় তম শাখা।১০ অক্টোবর (সোমবার) সকাল ৮.৩০ মিনিটের সময় ফিতা কেটে উক্ত শাখা উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার রুহুল আমিন, সোনালী ব্যাংকের কক্সবাজার জেলা প্রিন্সিপাল অফিসের অফিসার মাসুদ পারভেজ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মহেশখালী শাখার ম্যানেজার বাপ্পী শর্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহারিয়ার সভাপতিত্ব করেন উক্ত শাখার ওনার আব্দু রহমান রিয়াজ। সঞ্চালনা করেন, উক্ত শাখার ম্যানেজার লিটন কান্তি শীল।
প্রধান অতিথি বলেন, মাতারবাড়ীর জন্য এটি একটি মাইল ফলক,আমরা মাতারবাড়ীতে সোনালী ব্যাংক শাখা পাব এটি কল্পনা করিনি,তরুণ উদ্যোক্তা আব্দু রহমান রিয়াজের হাত ধরে মাতারবাড়ীতে আমরা এমন একটি শাখা পেয়ে আনন্দিন।মহেশখালীর শুরুতে এ মাতারবাড়ী দ্বীপ, এখান থেকে মহেশখালী শাখার দুরত্ব ১ঘন্টা ৪৫ মিনিট প্রায়। অনেক সরকারী কর্মকর্তাগণ এত দুরে গিয়ে সোনালী ব্যাংক মহেশখালী শাখায় যাওয়া-আসা অনেক কষ্টসাধ্য ৷