July 27, 2024, 8:12 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আইজিপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

Reporter Name

প্রথম বাংলা – টানা তৃতীয়বার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপিকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএস এ) নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার ১৭ জানুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়ে শনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ ত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,বিপিএ এ; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপ তি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মক র্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বরাষ্ট্রমন্ত্রী র নিকট বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত,আসাদুজ্জামান খান ২০০৮ সালে নবমজাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ঢাকা-১১ আসনথেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বা চিত হন এবং পুনরায় শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page