এস এম পারভেজঃচাঁদপুরের হাইমচর উপজেল র ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাং লাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে ন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহব্বায়ক।
এবং ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীন চোক দারের ছেলে হাইমচর উপজেলা যুবলীগের আহ ব্বায়ক কমিটির সম্মানিত সদস্য,উপজেলা কমি উনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক মোঃ ইউ সুফ জুবায়ের শিমুল চোকদার।
চরভৈরবী ইউনিয়ন সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিকে ইউসুফ জুবায়ের শিমুল চোকদারের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।