এস এম পারভেজঃচাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর-পূর্ব গন্ডামারা জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি ও সমসাময়িক বিষয়ে আলোচনা পেশ করেন অতিথিবৃন্দ। ঈছালে সাওয়াবের উদ্দেশ্যে মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে উত্তর-পূর্ব গন্ডামারা জামে মসজিদ মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুল আমিন এর সভাপতিত্বে এবং মোবারক মিজি ও মাইনুদ্দিন মিজির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সাঃ) সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান মুফতি মাওলানা ওসমান গনী ছালেহী, হাজিগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফী, গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী।
আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী, লড়াইরচর বাইতুন নবী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখ, আয়িম্মায়ে মাসাজিদ ও আসাতাজায়ে কেরামগন।
মাহফিলে বক্তারা বলেন- দুনিয়া ক্ষনস্থায়ী, আর আখিরাত হলো স্থায়ী জীবন। এ ক্ষনস্থায়ী জিন্দেগীতে কেউ অন্যায় অপরাধ করলে বা পাপাচারে লিপ্ত হলে হাসরের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
দুনিয়ায় ভালো কাজকর্ম করে, আমলি জিন্দেগী গঠন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। তাই, ক্ষনস্থায়ী জীবনের এ সময়টুকু আল্লাহর খুশিতে কাটিয়ে মৃত্যু বরণ করলে আল্লাহ বিনিময়ে জান্নাত দান করবেন।
অতিথিবৃন্দ বলেন- কুরআন আমাদের ধর্মগ্রন্থ ও পথ প্রদর্শক। এ কুরআন মুত্তাকী ও মুমিনদের পথ দেখায়। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করলে দুনিয়ায় শান্তি ও পরকালীন জিন্দেগীতে জান্নাত লাভ করা যাবে।
মাহফিলে সঙ্গীত পরিবেশন করেন হাইমচরের ঐতিহ্যবাহী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নূরের খোঁজে শিল্পীগোষ্ঠী, ও চাঁদপুরের মোহনা শিল্পীগোষ্ঠীর ইসলামি সঙ্গীত শিল্পীরা।