এ কে এম নোমান-
নোয়াখালীর সুধারাম মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম সঙ্গীয় অফিসারসহ হাকিম হত্যা মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে আন্ডারচর ও আশপাশ এলাকায় অভিযান পরিচা লনা করাকালীন মামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ কামাল প্রকাশ কামাল ডাকাত (৩৮) কে আন্ডারচর এলাকায় সিরাজের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নিয়ে সুধারাম মডেল থানা র ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অভিযান পরিচা লনা করিয়া দফায় দফায় জিজ্ঞাসাবাদে আসামী তাহার ঘরে অস্ত্র-গুলি আছে মর্মে জানায়। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউ দ্দীন মাছুম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউপিস্থ পশ্চিম মাইজচরা সাকিনের আসামীর বসতঘরে রাত ৫.২০ ঘটিকার সময় পৌঁছাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থি তিতে আসামীর ঘর থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেয় মতে ১ টি দেশীয় তৈরী সচল এলজি,২ টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে সুধারাম মডেল থানার মামলা নং-৫,তারিখ-০২/০৩ /২০ ২৩ খ্রিঃ রুজু করে মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মহিন উদ্দিন এর উপর অর্পণ করা হয়।নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম বার জানান ধৃত আসামীকে নোয়া খালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।