April 28, 2025, 1:56 pm
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাতিয়ায় ছোট ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টা

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-নোয়াখালী হা তিয়া উপজেলায় আপন ছোট ভাইয়ের বউকে ধ র্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আলা উদ্দিন ভাসু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ১নং হরণী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেন্টার সমাজে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আলা উদ্দিন ভাসু হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সেন্টার সমাজের নুর উদ্দিনের ছেলে।ভুক্তভোগী প্রিয়রা বেগম (২৬) তারই আপন ভাই ছালা উদ্দিনের স্ত্রী।

প্রিয়রা বেগম জানান,আমার ভাসুর আলা উদ্দি নের চরিত্র ভালো না,সে বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দেয়,তার প্রস্তাবে রাজি না হলে আমা কে গালমন্দ করেন,ঘটনার দিন দুপুর বেলা সে খারাপ উদ্দেশ্যে আমার ঘরে অনাধিকার প্রবেশ করে আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়,আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে টানাহেঁচড়া করে আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে,এসময় আমাকে কিল,ঘুষি,লাথি মারে,তার টানা-হেঁচড়ায় আমি প্রায় অর্ধউলঙ্গ হয়ে যাই, এঘটনা আমার স্বামী ছালা উদ্দিনকে জানালে সেও আমাকে মারধর করে,আমি লম্প ট আলা উদ্দিনের উপযুক্ত বিচার চাই।

প্রিয়রা বেগমের মা জহুরা বেগম বলেন,আমার মেয়েকে ভাসু বার বার ধর্ষণ চেষ্টা করে আসছে, আমার মেয়ে চার সন্তানের জননী,সন্তানদের দিকে তাকিয়ে ও লোকলজ্জার ভয়ে কাউকে জানাই না,গত ৩ নভেম্বরের ঘটনা যখন আমাকে জানালো,আমি এসে এলাকার দুলাল নেতা ও ওয়ার্ডের বর্তমান মেম্বার বাবুল উদ্দিন সুজনকে জানিয়েছি,তারা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে ছেন।আমার মেয়ের উপর অত্যাচারের উপযুক্ত বিচার চাই।

সরে জমিনে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে আলা উদ্দিন ও তার পরিবার দরজায় তালা মেরে পালিয়ে যায়,এসময় তার বোন বিবি জরিনা বেগম জানান,আমার ভাই ছালা উদ্দিনে র স্ত্রীর সাথে আমার ভাই আলা উদ্দিনের এক টুকরা গাছ নিয়ে ঝগড়াঝাটি হয়,এক পর্যায়ে আ লা উদ্দিন প্রিয়রার চুলের মুটি চেপে ধরে কিল ঘুষি মারছে,প্রিয়রাও তাকে গালমন্দ করছে।

মুঠোফোনে আলা উদ্দিন ভাসুর কাছে ঘটনা জানতে চাইলে তিনি জানান,এধরণের কোন ঘটনায় ঘটেনি।

স্থানীয় ইউপি সদস্য বাবুল উদ্দিন সুজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রিয়রা বেগমের উপ র তার ভাসুরের নির্যাতনের ঘটনা আমি শুনেছি ,আলা উদ্দিন,ছালা উদ্দিন এবং তাদের বাবা নুর উদ্দিন ইটভাটায় থাকায় বিষয়টির মিমাংসা করতে পারছি না,তাদেরকে খবর দিয়েছি,তারা বাড়িতে আসলে বিষয়টি নিয়ে বসে মিমাংসা করবো।



Our Like Page
Developed by: BD IT HOST