মোঃ তানভীর আহম্মেদ, সোনারগাঁও প্রতিনিধি ঃ–
এবছর সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)।তার এই সাফল্যে তার প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে এক বার্তায় সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের নেতা গোলাম হাফিজ নাসিম বলেন,
‘আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো খবর কারণ আমাদের দেশের একজন হাফেজ আন্ত র্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। আমরা হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে নিয়ে গর্বিত কারণ সে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।
তার এই সাফল্য আমাদের দেশের সকলের সাফল্য বলে আমি মনে করি। আমি তার প্রতি দোয়া ও শুভকামনা জানাই। সে আগামী দিনে বড় আলেম হউক এবং ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা’।