নিখোঁজ হওয়া শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতা লের সামনে অভিভাবকহীন ঘোরাফেরা করা কালে সন্দেহ জনক হলে জেলা পুলিশ,লক্ষী পুরের একজন সদস্য শিশুকে জিজ্ঞাসা করলে তার নাম ঠিকানা কিছু বলতে পারেনি।
শুধুমাত্র একটি স্কুলের নাম বলতে থাকে তাই উক্ত পথ শিশুকে যত্ন সহকারে থানায় এনে তার নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা সহ তার আত্মীয়-স্ব জনের খোঁজ খবর নেওয়ার জন্য জেলা পুলি শের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা করলে উক্ত শিশুর পরিবারের সদস্যগণ জেলা পুলিশের সাথে যোগাযোগ করেন।
জেলা পুলিশ, লক্ষীপুর শিশুর প্রকৃত অভিভাব কদের যাচাই-বাছাই পূর্বক শিশুটিকে তার পরি বারের নিকট হস্তান্তর করেন অত্র জেলার সুযো গ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়। এ সময় পুলিশ সুপার মহো দয় শিশুটিকে প্রয়োজনীয় কিছু খাবার এবং শিশুর স্কুলে যাতায়াতের জন্য স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস ক্রয় করার জন্য নগদ অর্থ প্রদান করেন।