রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।রবিবার (৩১ ডিসেম্বর) উপজেলার ফকির কান্দি এলাকার ফকির বাড়ি জামে মসজিদে বাদ আছর হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে ওয়াজ মাহফিল। এতে উপজেলার প্রত্যন্ত এলাকা হইতে ধর্মপ্রাণ মুসলমানেরা এ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদি। মহাপরিচালক জামিয়াতুস সুন্নাহ, শিবচর।
এসময় তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ার (নববর্ষ) উৎযাপন করা মুসলিমদের সংস্কৃতি নয়। বরং এটা হচ্ছে বিজাতীয়-বিধর্মীয় কাফির, মুশরিকদের সংস্কৃতি। মনে রাখতে হবে সংস্কৃতির নামে প্রচলিত কিছু রীতিনীতি এবং আচার-আচরন, অনুষ্ঠান ইসলামের মৌলিক চিন্তা বিরোধী। একটু লক্ষ্য করলেই দেখা যায় বর্তমান সময়ের অধিকাংশ মুসলিম শুধুমাত্র কুরআন ও সুন্নাহর চর্চা করা খাঁটি মুসলিম নয়। তারা হচ্ছে বিজাতীয়-বিধর্মীয় কাফির মুশরিকদের সংস্কৃতির চর্চা করা মিশ্রিত মুসলিম। কাফির, মুশরিক, ইহুদী, খ্রিষ্টানদের (অমূসলিমদের) পালনকৃত উৎসব (নববর্ষ) উৎযাপন করা হারাম। কেননা এইগুলো উৎযাপন করা রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমানিত নয়।
স্থানীয় যুবক সজিব ফকির মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ পত্রিকা কে বলেন, আজ নববর্ষ তথা থার্টি ফার্স্ট নাইট উৎসবের নামে অশ্লীলতার প্রসার হচ্ছে। বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, মাদকতা ও অপরাধ একসূত্রে বাধা। অনন্যা অপরাধ ও অশ্লীলতার মধ্যে পার্থক্য হল কোন একটি উপলক্ষে একবার এর মধ্যে নিপতিত হলে সাধারণভাবে যুবক-যুবতী , কিশোর কিশোরী আর এ থেকে বেরোতে পারে না। বরং আরও বেশী পাপ ও অপরাধে নিপতিত হতে থাকে। এজন্য আমরা এই দিনকে ভালো একটি কাজের মাধ্যমে পার করতেই মাহফিলের আয়োজন করেছি।
এবিষয়ে সাবেক মেয়র আবুল খায়ের ফকির বলেন, থার্টি ফার্স্ট নাইট উৎসবের নামে অশ্লীলতা বেহায়াপনা, মাদকতা ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আজকের এই দিনে যুবকদের এরোকম ভালো একটি উদ্যোগকে স্বাগতম জানাই।