স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কিছু বিধবা,সন্তানহীন দরিদ্র-অসহায় পরিবার কষ্টে থাকা নিয়ে সোশা ল মিডিয়াতে পোস্ট করা হয়েছিল “রাজিবুল ইসলাম রাজিবের “ফেইসবুক আইডি থেকে। সেই পোস্টের মাধ্যমে অসহায়দের পরিবার গুলোকে দেখতে পেয়ে গত_ ২৯/১০/২০২৫ ইং তারিখে তাৎক্ষণিক সরকারি খাদ্য সহায়তা পাঠান নেত্রকোনা জেলার ‘মানবিক’ জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
খাবার পাওয়া দরিদ্র/অসহায় ব্যক্তিরা অবাক হয়েছেন এটা ভেবে যে, আমরা চেয়েও খাবার বা সাহায্য পায়না। কিন্তু জেলা প্রশাসক মহোদয় আমাদের কষ্টে থাকার কথা শুনে বা দেখে নিজেই আমাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্হা করেছেন, উনার জন্য দোয়া করি আমরা। আর সেই সাথে আমরা মনে করি সরকারি কর্মকর্তাদের এভাবে দায়িত্ব পালন করা উচিত জনগণের সেবায়।