প্রথম বাংলা : ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩২ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী তাঁতী দলের ময়মনসিংহ কোতোয়ালি থানা শাখার সিনিয়র সহ সভাপতি ও বর্তমান যুবদল নেতা আবুল বাশার লিংকন এর বসতবাড়িতে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ভয়াবহ হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গত ৪ জানুয়ারি (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়,
দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর ক্রয়কৃত (সাফকাওলা) জমির রাস্তা দখল করার পাঁয়তারা চালিয়ে আসছিল স্থানীয় শামীম মিয়া, জাহাঙ্গীর, ফারুক, রুবেল ও বজলুগং সহ একটি চক্র। এই বিষয়ে প্রতিকার চেয়ে আবুল বাশার লিংকন কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তার দায়িত্বে এস আই রিপন চন্দ্র সরকার।
তদন্ত কর্মকর্তা এস আই রিপন চন্দ্র বিবাদী শামীম মিয়াকে ফোন করে অভিযোগের বিষয়ে জানতে চান। এর কিছুক্ষণ পরেই ক্ষিপ্ত হয়ে শামীম মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে লিংকনের বাড়িতে হামলা চালায়। লিংকন বাড়িতে একা থাকায় সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। এসময় তারা ড্রয়ারে থাকা নগদ ২ লক্ষ টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
হামলা চলাকালীন ভুক্তভোগী দ্রুত কোতোয়ালি থানায় খবর দিলে এস আই রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকার বেশ কয়েকজন জানায় , হামলার মূল হোতা শামীম মিয়া আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। । তার বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ গণমাধ্যম কে জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।