স্টাফ রিপোর্টার : গণপুর্ত অধিদপ্তরের অধিনে ময়মনসিংহ গণপুর্ত বিভাগে অনিয়ম ও দুর্নীতি চরমে।
জানা যায় ময়মনসিংহ গণপুর্ত বিভাগের অধিনে কেন্দ্রীয় কারাগারে আবাসিক ভবন নির্মাণ কাজে সিডিল বহিভুত কাজ করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় নির্বাহী প্রকৌশলী ও উপ বিভাগীয় প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী।
আবাসিক ভবন নির্মাণে মাটি ভরাট কাজে ভয়াবহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায় বর্তমান নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস অক্টোবর মাসে অডিট টিমকে দেওয়ার নামে ঠিকাদারদের কাজ থেকে লাখ, লাখ টাকা নিয়েছেন।
অপরদিকে ময়মনসিংহ সদর গণপুর্ত উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীরা অপ্রয়োজনীয় এস্টিমেট তৈরী করে ঠিকাদারদের কাছ থেকে ১০℅ করে টাকা অগ্রিম নিয়ে বিতরণ করেন। পরবর্তীতে নাম মাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ ভাগবাটোয়ারা করছে।
অপরদিকে ময়মনসিংহ গণপুর্ত বিভাগের অধিনে কেন্দুয়া গণপুর্ত উপ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আলাল উদ্দিন, রেদোয়ান আহমেদ, আরিফ আল জিনাত ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে আবাসিক কোয়ার্টারে ঠিকাদারদের কাজ থেকে অগ্রিম ১০℅ করে টাকা নিয়ে কাজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রয়েছে ভুয়া বিল ভাউচারে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।
এ ব্যাপারে ময়মনসিংহ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এর মতামত জানতে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননি।