ময়মনসিংহ গণপুর্ত বিভাগে অনিয়ম ও দুর্নীতি সহ সরকারি অর্থের অপচয়
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
/
41 Time View
/
Share
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ গণপুর্ত বিভাগে অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ঠিকাদারদের কাজ নেওয়ার আগেই ১০℅ টাকা ঘুষ দিতে হয় নির্বাহী প্রকৌশলী, উপ বিভাগীয় প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীদের।
ঘুষ বাণিজ্যর কারনে মাঠের কাজ হয় সিডিউল বহিভুর্ত নিম্ন মানের।
জানা যায় চলতি অর্থ বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, গণপুর্ত জোন অফিস, বাসা নির্বাহী প্রকৌশলীর অফিস বাসা ও সরকারি কোয়ার্টার অতিরিক্ত ব্যয় দেখিয়ে রিপেয়ার ও মেরামত কাজ করা হচ্ছে।
যা প্রাক্কলিত মুল্যের চেয়ে কম টাকা দিয়ে কাজ বাস্তবায়ন করা যেত। জানা যায় ময়মনসিংহ কেন্দুয়া গণপুর্ত ও সদর উপ বিভাগের অধিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সাহেব কোয়ার্টার, সদর উপ বিভাগীয় প্রকৌশলীর অফিস,
নির্বাহী প্রকৌশলীর অফিস মেরামত ও রংকরন এর নাম মাত্র কাজ সমাপ্ত করে শতভাগ কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দের সিংহভাগ ভাগবাটোয়ারা করছে। যা সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে।