May 8, 2025, 6:58 pm
শিরোনামঃ
চকরিয়া জমজম হাসপাতালে উত্তেজনা: রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা তালা ভেঙ্গে এমডি’র চেয়ার দখল ওসি তদন্তের অদ্ভুত তদন্ত থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো ইউনূসের ভুল সিদ্ধান্তে দেশ মুখোমুখি যুদ্ধ-অর্থনৈতিক ধ্বংসের ২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামীলীগ নেতা সহ পাঁচজন গ্রেফতার ঈদুল আজহা সামনে রেখে তালগাছি পশুর হাটে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ময়মনসিংহ পাউবোর তত্ত্বাবধানে নান্দাইলের কাঁচামাটিয়া নদীর পুনঃখনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ারে ইন্তেকাল আইজিপির শোকসভা

Reporter Name

প্রথম বাংলা – সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ার (৭৩) রোববার (১০ ডিসেম্বর ২০২৩ খ্রি.) ভোর ৪.২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধা নীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করে ছেন (ইন্নালিল্লাহি—– রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ নূরুল আনোয়ার ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

চাকরি জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার সর্বশেষ মহাকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তিনি চুয়াডা ঙ্গা,কিশোরগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া,রাঙ্গামাটিসহ পাঁচটি জে লায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপ-পুলিশ কমিশনার ছিলেন।

মরহুমের জানাযা রোববার সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলি শ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম,চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ,পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণা লয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান,ডিএমপিকমি শনার হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন,বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়ে শন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

আইজিপির শোক,

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ এক শোক বাণীতে বলেন, বাংলাদেশ পুলিশে মরহুম মোঃ নূরুল আনোয়ারের গুরুত্বপূর্ণ অব দান রয়েছে।একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদে র মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST