নিজস্ব প্রতিবেদক:
ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণমূলক কার্যক্রমসমূহ সমন্ধে অবহিত করতে ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে পূর্বাচল আঞ্চলিক পুলিশ লাইন্স ডেমরায় এ বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিওএম-পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।
কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ডিএমপির বিভিন্ন পদ মর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।