“”সোনালী স্বপন””
সুলতানা রাজিয়া সান্ধ্য কবি—
দেখেছি নুড়ির বাধায় ঝরণার উচ্ছ্বাস,
খুশিতে ফাটিয়ে পড়া আনন্দ প্রকাশ।
সোনালী স্বপন কিংবা রঙিন কল্পনা,
পূর্ণিতে মনবাসনা;
উদ্বিগ্ন হয়ে হর্ষ মদন,
দেবা শেষে রণে আমি করি আমন্ত্রণ।
গন্ধমোদ হেনার গন্ধে বায়ূ আমোদিত,
পাড়াগাঁয়ে আজ তীব্র দীপ্তিতে এক ঝলক বসন্তের হাওয়ায় ঝলকিত।
—————-,যদি কেউ আপনাকে ভালবাসে , তবে কোন কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না ! আর,যদি ভালবাসার অভিনয় করে , যাওয়ার সময় কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না……… নির্মম বাস্তব সত্য…