May 12, 2024, 10:26 pm
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় জন-দুর্ভোগ চরমে-“মাতারবাড়ী সংযোগ সড়কে রানিং বিল নিয়ে ঠিকাদার লাপাত্তা: কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যে ভাষার জন্য এত আন্দোলন,এত ত্যাগ সেই ভাষাটাকেই বিকৃত করছি আমরা চিত্র নায়িকা তানিন সুবহা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:-২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষার মাস ফেব্রুয়ারি।তাই এই মাস বাঙালির কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।ভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশে র চেতনা ও বাংলা ভাষা নিয়ে চিত্রনায়িকা তানিন সুবহা বলেন বাংলা আমাদের মাতৃভাষা যার জন্য এত আন্দোলন,এত ত্যাগ,এত প্রাণের বলিদান।অথচ সময়ের পরিক্রমায় আমরা সেই ভাষাটাকেই বিকৃত করছি।

আমরা শুদ্ধভাবে কথা বলি না, শুদ্ধ উচ্চারণ করি না।লেখার সময় বানানের প্রতি মনোযোগ দেই না।অনেকেই মনে করেন, শুদ্ধভাবে বাংলা বলাটা তেমন আধুনিক না।যদিও বাংলা ভাষার উৎপত্তি বহু ভাষার মিশ্রণে তবে এখনকার সময়ে এসে বাংলা অন্য ভাষার দ্বারা এতটাই প্রভাবিত যে তার নিজের যে স্বকীয়তা তা প্রায় হারাতে বসেছে।

নিজের মাতৃভাষা,যা আমাদের শিকড়,আমাদের একান্ত পরিচয়,যাকে অর্জনের গল্প আমাদের গৌর বের,সেই ভাষার প্রতি আমরা কতটুকু সুবিচার কর ছি কখনো কী ভেবে দেখেছি? আমি চাইব,আমরা যেন সবাই বাংলা ভাষার চর্চা করি ও শুদ্ধভাবে নিজের ভাষায় কথা বলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page