গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি,রংপুরের গঙ্গাচড়ায় একঝাঁক তরুণ মেধাবী শিক্ষকদের পরিচালনায় যথেষ্ট সুনাম অর্জন করেছে “An English Point” কোচিং সেন্টার।” হয়তো আমার এ পথে আর হবে নাকো আসা – দুয়ারে যাইয়ো রোপন করে বুকের ভালোবাসা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল প্রতিষ্ঠান চত্বরে এইচএসসি- ২০২২ বিদায়ী ছাত্র ছাত্রীদের স্মৃতি স্মারক উপহার প্রদান ও ফুলের শুভেচ্ছা দিয়ে সকল পরীক্ষার্থীদের ভালো ফলাফল ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনা মূলক, মনোবল দৃঢ় করে বাবা মায়ের স্বপ্ন বাস্তবায়নের যেন ব্যাক্তয় না ঘটে সেদিকে মনোনিবেশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন” An English Point ” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছাইয়েদুল ইসলাম (রুমন), সভাপতিত্ব করেন কুটির পাড়া হাই স্কুলের সহকারি শিক্ষক জনাব আইয়ুব আলী,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গজঘন্টা হাই স্কুল ও কলেজের সহকারি শিক্ষক মশিউর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজঘন্টা ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম লাল,সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াসিমুল বারী সিয়াম, এবং আনিসুর রহমান আরিফ, সামছুজ্জামান রিয়াদ,তাহমিনা ইয়াসমিন তারিন,আমিমুল ইহসান রিয়াদ প্রমুখ।