লাভলী আক্তার’নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
আজ ২৪ শে ডিসেম্বর ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের অপহর ণের শিকার দুই সাংবাদিককে অর্থিক অনুদান প্রদান করলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব’ডক্টর রফিকুল ইসলাম হিলালী”
রাখাল বিশ্বাস ও রুকন উদ্দিন, রাখাল বিশ্বাস অনুপস্থিত থাকায় উনার পক্ষে অনুদান গ্রহণ করেন কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম।
গত (২১) নভেম্বর সাংবাদিক রাখাল বিশ্বাস ও মোঃ রুকন উদ্দিন ঢাকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্য রওনা দিয়ে এক প্রাইভেটকারে উঠলেন বনানী ও এয়ারপোর্ট এর মধ্যেভর্তি স্থান থেকে সাংবাদিক রাখাল বিশ্বাস ও মোঃ রুকন উদ্দিনকে সেই গাড়ির ড্রাইভার ও সাথে থাকা তার সহযোগীরা রাস্তায় জিম্মি করে মারধর করে এবং মুক্তিপন নিয়ে রাস্তায় ফেলে যায়।
সেই দিন থেকেই এই দুই সাংবাদিকের সার্বিক খোঁজ খবর নিয়ে যাচ্ছেন ও আজ তাদের চিকিৎসা জন্য আর্থিক অনুদান প্রদান করেন ১৫৯- নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারবার মনোনয়ন প্রাপ্ত ও বর্তমানেও যার হাতে মনোনয়ন উঠবে বলে মনে করেন কেন্দুয়া-আটপাড়া আসনের অবহিত জনগণ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মোঃ রফিকুল ইসলাম হিলালী।
এমন উপস্থিত ছিলেন কেন্দুয়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবেরসভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,দপ্তর অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ আবদুল্লাহ ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।