মাননীয় প্রধানমন্ত্রীর
শেখ হাসিনার কন্যা,
প্রতিবন্ধী আর অটিজমের
মানবতার বন্যা।
অসীম স্নেহে নাম দিল তার
সায়মা ওয়াজেদ পুতুল
অটিজম আর অটিস্টিকের
ভালোবাসায় ব্যাকুল।
জীবন থাকতে এরা জড়তাই ছিল
ছিল যে কথা মন মরা,
পুতুলের কাছে মানবতা পেয়ে
পায় বেঁচে থাকার ইশারা ।