মোঃ মাসুদ আলম সাগর,নিজস্ব প্রতিবেদন,
চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা র (সিজেকেএস) সভাপতি আবুল বাসার মোহাম্মদফখ রুজ্জামান বলেছেন, আমরা আউটার স্টেডিয়ামকেফুট বল মাঠ হিসেবে ব্যবহার করতে চাই।এখানে যাতে ফুট বলের পাশাপাশি অন্যান্য খেলার প্র্যাকটিস হয় সেসব আয়োজন রাখতে চাই। একইসঙ্গে ওয়াকওয়ে হবে।
এক থেকে দুই মাসের মধ্যে আমরা মাঠে ফুটবল টুর্না মেন্ট করতে চাই। এজন্য শিগগিরই মাটি ভরাট ও ঘাস লাগানোর কাজ শুরু হবে।আউটার স্টেডিয়ামের হারা নো গৌরব ফিরিয়ে আনা হবে।জেলা ক্রীড়া সংস্থার নি জস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।আজ ২ ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় আউটার স্টেডিয়ামের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠা নে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আউটার স্টেডিয়াম থেকে আকরাম,নান্নু, আশিষ ভদ্র,তামিম,আফতাবদের মতো অনেকেই উঠে এসেছে।খেলোয়ার ও অ্যাথলেটস সৃষ্টি করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মেলার পরিবর্তে খে লাধূলা চলমান রয়েছে। নগরীর বিভিন্ন স্কুল-কলেজসহ অন্যান্য মাঠগুলো খেলার উপযোগী করে গড়ে তোলা র কাজ চলমান রয়েছে।জেলার ১৫ উপজেলার ১৯১ টি ইউনিয়নে পৃথক পৃথক খেলার মাঠ তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে। মহিলাদেরকে খেলাধূলা ও অনুশীলনে পারদর্শী করতে এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিম নেশিয়াম মাঠকে তৈরী করা হচ্ছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সং স্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেঅবৈ ধ দখলদারেরা আউটার স্টেডিয়ামের সৌন্দর্যোন করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিলেন।চট্টগ্রাম জেলা প্রশাস ক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দায়িত্ব নিয়েই সেসব স্থাপনা গুঁড়িয়ে দেন। কথা দেন,এস্টেডিয়ামকে খেলার উপযোগী করে গড়ে তুলবেন।তিনি কথা রাখ লেন,স্থাপন করলেন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর।ইতি মধ্যে মাঠের চারপাশে ফেন্সিং দিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা র্বিক) ও সিজেকেএস সহ-সভাপতি রাকিব হাসান,সি জেকেএস সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী ,সিজেকেএস সহ-সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,মশিউর রহমানচৌধুরী ,কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর,কাউন্সিল র ও নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব,সৈয়দ আবুল ব শর,গোলাম মইিউদ্দিন হাসান,নাসির মিয়া,হারুন-আল রশিদ,জাতীয় ক্রীড়া পরিষদ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন খান প্রমুখ।
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন রূ পে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে কাজ। জেলা প্রশাসন মেলাসহ নানান অনুষ্ঠান বন্ধ ক রে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুরো মাঠ নতুনভাবে সাজাতে চায় সংশ্লিষ্টরা।জানা গেছে,আউটা র স্টেডিয়ামের বর্তমান আয়তন ১১ হাজার বর্গফুটএর মধ্যে ৮ হাজার বর্গফুটে হবে ফুটবল খেলার মাঠ।
মাঠের চারপাশে ক্রিকেট নেট প্র্যাকটিস,ভলিবলসহ নানা খেলাধুলার জন্য বøক থাকবে। সুইমিং পুলের দেয়ালের দিকে হবে নেট প্র্যাকটিস বøক।স্টেডিয়ামে র গ্যালারির দিকে ১৫০ থেকে ২০০ লোকের বসার জ ন্য গ্যালারি এবং সার্কিট হাউজ প্রান্ত ও নুর আহমদচৌ ধুরীর প্রান্তে হবে ওয়াকওয়ে। এছাড়া বাকি জায়গায় টয়লেট সুবিধা,ড্রেসিং রুম এবং বসার জায়গা থাকবে।