মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
নিজের জন্য হাজার বছর বেঁচে থাকার মধ্যে স্বার্থকতা নেই।জীবনে স্বার্থকতা খুঁজে পাই মানবকল্যাণে প্রতিটি দিন উজাড় করার মধ্য দিয়ে। যারা মানবতার কল্যাণে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে,তারা তাদের কর্মের দ্বারা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। মহৎ মানুষ নিজের জীবন তিলে তিলে ক্ষয় করে দেশ ও জাতির কল্যাণার্থে।
জীবনের মূল্যবান সময়ে সুখ-স্বাচ্ছন্দ্য থেকে নিজেকে বঞ্চিত রাখি শুধু মানবকল্যাণে।সৎ চিন্তা,কঠোর পরি শ্রমের মাধ্যমে সৃষ্টির কল্যাণসাধন করে মানবজাতিকে জয় করতে পারে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের ভাগ্যন্নয়নে কাজ করে, নিজের ভিতর প্রশান্তি খুজে পান এমন একজন মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগ,শাহজাদ পুর উপজেলা শাখার সহ-সভাপতি এবং সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান কৈজুরী ইউনিয়ন।
তিনি শাহজাদপুরের মানুষের কল্যাণে কাজ করে আস ছেন বহুদিন ধরে। জনাব সাইফুল ইসলাম বলেন,আগা মীতে সুযোগ পেলে আরো সেবা করে যেতে চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।সাইফুল ইসলামের আগামী নির্বাচ নে শাহজাদপুর উপজেলা বাসিকে কিছু উন্নয়ন বার্তা পৌঁছে দিতে চান।