স্টাফ রিপোর্টার সিমান্ত মোল্লা ;
সারা দেশের উপজেলা পরিষদ নির্বাচনে এবার দ্বিতীয় ধাপে অংশ নিবেন শরীয়তপুর ১ আসন পালং ও জাজিরা উপজেলা পরিষদ রবিবার ( ২১ এপ্রিল) সকাল থেকেই জাজিরা উপজেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর ঘোষিত তফসিলের ত থ্য অনুযায়ী,দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলায় নির্বাচন হবে,সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ (২১ এপ্রিল)মনোনয়ন বাছাই হবে(২৩ এপ্রিল) মনোন য়নপত্র প্রত্যাহারের শেষ সময়(৩০ এপ্রিল)ভোট গ্রহণ করা হবে (২১ মে)জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে র ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন।
১ এস এম আমিনুল ইসলাম”২) মোঃ ইব্রাহিম মাদবর” ৩) মোহাম্মদ ইদ্রিস ফরাজি”৪)আবদুল আলিম”৫) শামসুর নাহার”৬)মোহাম্মদ শামসুল হক খান”৭) আবুল বাশার আল- আজাদ”৮)নান্নু মিয়া”৯)মোঃ মোশারফ হোসেন”
প্রার্থীরা জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাধারণ জনগণের স্বার্থরক্ষা করতে বিভিন্ন সমস্যা নি য়ে আলোচনা সভা করেন। আসন্ন জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের সাথে সৌ জন্য সাক্ষাৎ খোজখবর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে, বিভিন্ন মসজিদ,স্কুল কলেজ ও হাট বাজারে জনসাধার ণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় ও দোয়া মাহ ফিলে অংশগ্রহন করে দোয়া ও সমর্থন চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।