সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি) দৈনিক জাতীয় মুক্তিযোদ্ধা ৭১সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।
ঈদুল আযহা উপলক্ষে গরু বিক্রয় করা হবে।
যোগাযোগ: ইউপি সদস্য, মোঃ এজাব উদ্দীন সরকার,
ইউনিয়ন: ৩নং দুর্গাপুর,
গ্রামঃ গোড়াই রঘুরা মিয়াজি পাড়া।
উপজেলা: উলিপুর,
জেলা: কুড়িগ্রাম।
মোবাইল:-০১৭১৪৮৭৮৪৬২
কুড়িগ্রামের উপজেলা উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ এজাব উদ্দীন সরকার, এর একটি
দেশি ষাড় গরু বিক্রি করবেন
সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা।
কোরবাণীর জন্য ঘরোয়া ভাবে পালন করা একটি দেশি ষাড় গরু বিক্রি করা হবে। গরুটি সম্পূর্ণ ভাবে বাড়িতে পালিত হয়েছে।
এর সুস্বাস্থ্যের মূল উৎস সবুজ তাজা ঘাস।
সম্পূর্ণ মেডিসিনমুক্ত দেশি গাভীর ষাড় বিক্রয় করা হবে।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অতিশীঘ্রই যোগাযোগ করুন।
গরুটি খুবই কম মূল্য আগ্রহী ক্রেতা প্রার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে।
অনলাইন মার্কেট গুলোতে কোরবাণীর পশু বিক্রির প্রচলন শুরু হয়েছে।
বছর দু’য়েক আগেই।
প্রথমদিকে সল্পপরিসরে শুরু হলেও চলতি বছরে
এসে সেই সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
অনেকেতো রীতিমত ভার্চায়াল গরু ছাগলের হাট বসিয়ে ফেলেছে।
আমি এবার নিউজের মাধ্যমে কিংবা ফেসবুক স্ট্যাসের মাধ্যমে শুরু করলাম।
এমনটা হয়তো দেখা যায়নি এর আগে।
যোগাযোগ ঠিকানা দেয়া ফোন নম্বরে কল দিতে বলেন, ইউপি সদস্য এজাব উদ্দীন নিজেই।
প্রযুক্তি মানুষকে ক্ষমতাবান করছে। মানুষ বিস্ময়কর ভাবে তা কাজে লাগাচ্ছে।
প্রযুক্তির মাধ্যমে কোরবানীর গরু বিক্রির জন্য তুলে ধরছেন গ্রামের মানুষ আর এটাই বাংলাদেশের ডিজিটাল বিপ্লব।
এটা প্রযুক্তির বিস্তৃত ব্যবহারে সাধারণ মানুষের অভ্যস্ততার প্রমাণ দেয়।