June 23, 2025, 2:35 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈমাম মাহদী আঃ আগমনের বার্তা: আবেদ শাহ্

Reporter Name

হয়রত ঈসা আঃ রমজানের ২ তারিখ অর্থাৎ আজকের দিনে কিতাব প্রাপ্ত হয়েছিলেন। মোট কথা তিনি আজকের এ দিনে বেলায়েত থেকে রেসালতে প্রবেশ করেছেন। প্রত্যেক নবী আঃ গত জন্মগত ভাবে বেলায়েত প্রাপ্ত আর ৪০ বছর বয়সে নবুয়ত অর্থাৎ রেসালত প্রাপ্ত হোন। আর তার নমুনা হলো এই “ب”।

যুগে যুগে মহান আল্লাহ পাক প্রকৃতির মাধ্যমে কোন না কোন সংবাদ মানব জাতীকে দিয়ে থাকেন। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার আকাশে এই চাঁদ ও তার নিচের তারাও (শুক্র গ্রহ) একটি বার্তা।

রাসুলুল্লাহ (সা) ১৪০০ বছরের আগাম বার্তা আমাদের জানিয়েছেন। তবে তার পরের বার্তা গুলো তিনি প্রকাশ করেননি। কারণ ১৪০০ বছরের পর থেকে হয়ত মাহদি যুগের সূচনা হবে। সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈ, ঈমাম,পীর এই যুগ গুলো এখন প্রায় শেষের দিকে। গত বছর প্রকৃতির একটি নিদর্শনের মাধ্যমে এক মহামারী করোনার তান্ডবে বহু প্রাণহানি হয়। এমন কি এতে বহু হক্কানী রাব্বানী মাশায়েখও শহীদ হোন। আবার আরেকটি নমুনা আল্লাহ পাক দেখিয়েছেন।

এই বার্তা মওলা আলী আঃ এর একটি বার্তাকে মনে করিয়ে দে।তিনি বলেছিলেন, কোরানের সারাংশ হলো সুরা ফাতেহা আর সুরা ফাতেহার সারাংশ হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর এর সারাংশ হলো ‘বিসমিল্লাহ’ তার এই বিসমিল্লাহ ‘র সারাংশ হলো ‘বা’ আর সেই “বা” এর সারাংশ হলো ‘বা’ এর নিচে নূকতা আর সেই নূকতা হলেন মওলা আলী রাঃ। এতে বুঝা যায় মুহাম্মদি যুগের পরে ২য় যুগ শুরু হবে, যা কোরানুল করিমে আহমদি যুগ অর্থাৎ রাসুলুল্লাহ সাঃ এর আরেক নাম যা আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন অর্থাৎ সৃষ্টির আরেক বিরাট রহস্য এখন প্রকাশ পাবে যার পরেই হয়তো মাহদি আঃ এর জন্ম হবে।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা আমাদের প্রতিবেদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান এর দৃষ্টিগোচর হওয়াতে সাথে সাথে লেখকের ম্যাসেঞ্জারে ও পরে মোবাইল ফোনে কথা হয় ৷ লেখকের বিস্তারিত পরিচয় লেখার শেষে দেওয়া হয়েছে ৷

আরবী বর্নমালা ২৯ টি ২ ي ے সহ ৩০টি আবার মাসের দিনও ২৯ বা ৩০টি। ১ আল্লাহ ২ রাসুল এরি সুবাদে মাস হলো ১২ টি, ৩ লক্ষ ৫৬হাজার পায়গাম্বর মানে ৩৫৬ দিন, আল্লাহ, তার হাবীব ও ৪ ফেরেস্তা ও ১ শয়তান মোট ৭, দিনও ৭ টি, ৬দিন রহমত আর ১দিন গজবের আবার জাহান্নামও ৭টি আর জান্নাত ৮টি। জান্নাত ১ রাসুলুল্লাহ সাঃ, ৪জন সাহাবা, ৩জন আহলে বাইত, মোট ৮জন। রহমত যার থেকে শুরু, আজাবও তার থেকে শুরু। যিনি মুহাম্মদ সাঃ এর স্রষ্টা তিনিই শয়তানের স্রষ্টা। যিনি জান্নাতের স্রষ্টা তিনি জাহান্নামের স্রষ্টা, যিনি সৃষ্টির শুরু আবার তিনিই সৃষ্টির শেষ। যিনি ا, আবার তিনি ل, আবার তিনি লাম ل, আবার এই মানব দেহ আলিফ সুরতে দাড়িয়ে আছে দুই লামের উপর ভর করে। আল্লাহু আকবার ! এ যেন এক নিপূন লীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবর।
মোট কথা আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব সাঃ ই ভালো জানেন।।

লিখেছেন:
গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি
সাজ্জাদানশীন
আহমদিয়া হোসাইনিয়া দরবার শরীফ,
হোসাইনিয়া আবেদিয়া মঞ্জিল, শান্তির হাট-চম্পাতলী রোড়, দক্ষিণ পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল নং- 01813542118



Our Like Page
Developed by: BD IT HOST