লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। মোহাম্মদ আলী।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এবার আলোচনায় তারুণ্য দীপ্ত উদীয়মান সমাজ সেবক”বি আর ডিবির চেয়ারম্যান”মামুনুর রশীদ।যাঁর রাজনীতির পদচারনা শুরু ছাত্র জীবন থেকে। পৌর ছাত্র লীগের যুগ্ন আহবায়ক,থানা ছাত্র লীগের ১ নং যুগ্ন আহবায়ক হিসাবে সফল ভাবে রাজনীতি করেন। এ ছাড়া শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়ি ত্বে আছেন।মামুনুর রশীদ এর পিতা হাজি সাহাবউদ্দিন মানিক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক জন সৈনিক।
রাজনৈতিক জীবনে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাল ন করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসা বে দায়িত্ব পালন করেন। পৌর আওয়ামী লীগ এর সদ স্য হিসাবে রাজনীতি করেন জেলা আওয়ামী লীগের কাউন্সিলার ছিলেন।
তাহারই সুযোগ্য ছেলে বি আর ডিবির চেয়ারম্যান মামু নুর রশীদ।পিতার মতোই বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধার ন করে ছাত্র লীগের দায়িত্ব পালন করেন। সামাজিক কর্ম কান্ডে তিনি মানুষের পাশে থাকতে ভালোবাসেন।
করনা কালীল সময়ে তিনি মানুষের পাশে এসে দাড়ান মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য খাদ্য সামগ্রী বিতরন ও মাক্স বিতরন, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
লক্ষীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায়সমিতিবিআর ডিবি চেয়ারম্যান,লক্ষীপুর জেলা শ্রমিকলীগের সাবেক সফল আহবায়ক,মোঃ মামুনুর রশিদ মামুন লক্ষীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আপনাদের দোয়া সমর্থন চায়।