আবু সাঈদ শিমুল:জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকা: জেলা প্রধান ব্যুরো।
২৬শে মার্চ ২০২৩ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে সকাল ৮টায়
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন,ম্যানেজিং কমিটির সভা পতি,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম (তারা)নুতন অনন্তপুর উচ্চ বিদ্যালয়।শাহ আলম মিয়া সহকারি শিক্ষক,সহিদুর রহমান সঃশিঃ
মনতাজুল ইসলাম সঃ শিঃ মোফাচ্ছেল হোসেন,সঃ শিক্ষক ,এবং অন্যান্য শিক্ষক বৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধঞ্জলি জানা নো হয়।এর পর শহীদদের স্মরণে আত্মত্যাগ ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।এতে ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে ২৬শে মার্চের আলোচনা প্রাণবন্ত হয়ে উঠে।অবশেষে আবারো মোনাজাতের মাধ্যমে আলোচনা পরিসমাপ্তি ঘটে।