সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি) স্টাফ রিপোর্টার।
উলিপুর উপজেলার ৪নং পান্ডুল ইউনিয়নের
জামতলা এলাকায় মার পিঠের অভিযোগ উঠেছে।
ঘটনার তারিখ ও সময় ২৪/০৩/২০২৩ ইং মোতাবেক
১০,ই চৈত্র ১৪২৯ সাল রোজ শুক্রবার সময় দুপুর আনুমানিক ২:৩০ মিনিট ।
ঘটনাটি ঘটেছে উত্তর পান্ডুল গাবতলা মাদ্রাসার পশ্চিম পাশে জৈনক খলিলুর রহমান (প্রাক্তন ইউপি সদস্য) এর বাড়ির সামনে তেপথী নামক স্থানে
পারিবারিক বিরোধের জের ধরে বেশ কিছুদিন পূর্ব হইতে মনমালিন্য চলে আসছে মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ আম্বার আলী একজন সুপারি ব্যবসায়ী শুক্রবার দুপুর ২:৩০মিনিট এর দিকে সুপারি ক্রয়ের জন্য উত্তর পান্ডুল গাবতলী মাদ্রাসার পশ্চিম পার্শ্বে মোঃ খলিলুর রহমান প্রাক্তন ইউপি সদস্যের বাড়ির সামনে তেপথী নামক স্থানে সুপারি ক্রয় করাকালীন সময়ে পরিকল্পনা মোতাবেক হাতে বাঁশের লাঠি ধারালো ছড়া ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ঘটনাস্থলে মোঃ জিন্নাতুল (৩৫)মোঃ সাদেকুল ইসলাম (৩০) উভয় পিতা মোঃ চাঁন মিয়া (৫৫)ও মোঃ চান মিয়া পিতামৃত দেলোয়ার ভাটিয়া সর্ব সাং উত্তর পান্ডুল জামতলা উলিপুর কুড়িগ্রাম উপস্থিত হইয়া মোঃ আম্বার আলীর নাম।
ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে আম্বার আলী প্রতিবাদ করায় মোঃ চান মিয়ার হুকুমে মোঃ জিন্নাতুল আম্বর আলী শার্টের কলার ধরে ধাক্কা ধাক্কি
ও কিল ঘুসি মারে এবং চাঁন মিঞা লাঠি দিয়ে শরীরের
বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে মারপিঠকরিতে থাকিলে উহা ডান হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করলে
ডান হাত সহ তার শরীরের বিভিন্ন স্থানে থেতলা ছিলাফুলা ও রক্তজমাট জখম করে একপর্যায়ে মাইর পিঠের ফলে আম্বার আলী মাটিতে পড়ে গেলে মোঃ সাদিকুল তাকে হত্যার উদ্দেশ্য বুকের উপর চাপিয়ে বসে এবং তাহার দুই হাত দিয়ে গলা সজোরে চাপিয়ে ধরিলে দম বন্ধ হইয়া মরিবার উপক্রম হয় এবং নাক মুখ দিয়ে অনবরত গোল্লা বাহির হইতে থাকে উক্ত সময় মোঃ জিন্নাতুল আম্বার আলীর বাম হাতে থাকা রক্ষিত ব্যবসায়ের ১ লক্ষ ৫৪ হাজার ৫৪০ টাকা সহ ব্যবসায়ের
কাগজপত্র ব্যাগসহ চুরি করিয়ে লয়। উক্ত সময় ঘটনাস্থলে মোঃ আব্দুর রশিদ, নজরুল ইসলাম, খয়বর আলী, খলিলুর রহমান
উভয় ঠিকানা উত্তর পান্ডুল জামতলা এদের সামনে তাদের হাতে থাকা ধারালো ছড়া উসিয়ে আম্বার আলীর জীবননাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
তাদের মারপিঠের কারণে আম্বার আলী গুরুত্বর
অসুস্থ হইয়া পরিলে সেখানে থাকা লোকজন তাকে
অপরিচিত অটোরিকশা যোগে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করার
ব্যবস্থা করেন যাহার রেজিস্ট্রেশন নং ১৯৫৫/৫১০/২০।
গত ২৪/০৩/২০২৩/ইং তারিখ হইতে ২৫/০৩/২০২৩ তারিখ পর্যন্ত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসা করা হয়, পরে
কিছুটা সুস্থ হইয়া বাড়িতে আসেন তিনি। ঘটনার বিষয় স্থানীয় মহৎ গুণ কে জানাইলে তাহার বিষয়টি উক্ত আসামিগণের সহিত আপস মীমাংসার চেষ্টা ব্যর্থ হইয়া আম্বার আলীকে আইনের আশ্রয়ে নেয়ার পরামর্শ প্রদান করেন অতঃপর আম্বার আলী গত ২৬/৩/২০২৩ ইং তারিখে সংশ্লিষ্ট উলিপুর থানায় মামলা করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করিয়া তাকে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ প্রদান করায়।
বিজ্ঞ আদালতে মামলা করিতে কিছুটা বিলম্ব হয়। সাক্ষীগণ ঘটনা জানে তাহারা বিজ্ঞ আদালতে ঘটনা প্রমাণ করিতে সক্ষম আছে।তাই মোঃ আম্বার আলী কুড়িগ্রাম জেলা প্রশাসক ও উলিপুর থানা ওসি মহোদয়ের কাছে এর সুবিচার চেয়েছেন।