December 11, 2023, 2:56 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা গোপালগঞ্জের বোড়াশীর মিটু মেম্বারের তান্ডবে গুরুতর আহত-১৬ সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ারে ইন্তেকাল আইজিপির শোকসভা জাজিরা নির্বাচন অফিস যেনো ঘুষ-বাণিজ্যের কলঘর বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র ২০২৩-২০২৫ নির্বাচন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ময়মনসিংহে ওসি শাহ কামাল আকন্দ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেপ্তার: র‍্যাব দৌলতপুরে এক শতাংশ ভোটার সমর্থন দিতে পারেনি তিন স্বতন্ত্র প্রার্থী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে

Reporter Name

মোঃরিয়াজ উদ্দিনচট্টগ্রাম।

২৮ এপ্রিল থেকে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে নাট্যা চার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুইযুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমা ইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার শিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে।

ঢাকা থিয়েটারের আয়োজনে আগামী ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চিত্ররসিক সকলের জন্য উন্মুক্ত থাকবে। ২৮ এপ্রিল বিকাল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পী আবুল বারক আলভি এবং শিল্পী নিসার হোসেন। “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” প্রদর্শনীর কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে নাট্যাচার্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং তাঁর অনুজপ্রতীম শিল্পযোদ্ধা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। শিল্পী তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টারডিগ্রী সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ বছর তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবেও পুরষ্কার প্রাপ্ত হন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেছিলেন।

বর্তমান প্রদর্শনী সম্পর্কে শিল্পী তামিমা বলেন দ্বৈতাদ্বৈত বাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন। শিল্পী জানান করোনাকালীন সময়ে ছবি আঁকার বিষয়ে তিনি মনোযোগী হন এবং পরবর্তী দুবছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন। তামিমা আশা প্রকাশ করেন চিত্রকলায় এ ধরণের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরো আরো নব দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page