November 13, 2025, 1:38 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে

Reporter Name

মোঃরিয়াজ উদ্দিনচট্টগ্রাম।

২৮ এপ্রিল থেকে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে নাট্যা চার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুইযুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমা ইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার শিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে।

ঢাকা থিয়েটারের আয়োজনে আগামী ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চিত্ররসিক সকলের জন্য উন্মুক্ত থাকবে। ২৮ এপ্রিল বিকাল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পী আবুল বারক আলভি এবং শিল্পী নিসার হোসেন। “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” প্রদর্শনীর কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে নাট্যাচার্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং তাঁর অনুজপ্রতীম শিল্পযোদ্ধা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। শিল্পী তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টারডিগ্রী সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ বছর তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবেও পুরষ্কার প্রাপ্ত হন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেছিলেন।

বর্তমান প্রদর্শনী সম্পর্কে শিল্পী তামিমা বলেন দ্বৈতাদ্বৈত বাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন। শিল্পী জানান করোনাকালীন সময়ে ছবি আঁকার বিষয়ে তিনি মনোযোগী হন এবং পরবর্তী দুবছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন। তামিমা আশা প্রকাশ করেন চিত্রকলায় এ ধরণের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরো আরো নব দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।



Our Like Page
Developed by: BD IT HOST