চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ডিইপিটিসি এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট গত ১৪ জুন ২০২৩ রোজ বুধবার বেলা চার ঘটিকায় বাংলাবাজার, এস আলম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, প্রিন্সিপাল অফিসার, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট ও ক্যাপ্টেন সিরাজুল করিম সেলিম এর সভাপতিত্ব করেন, বিশেষ অতিথি ছিলেন মো: শাহেদুর রহমান শাহেদ, কর্নফুলি ফিস মার্চেন্টস এসোসিয়েশন, উপজেলা, ক্যাপ্টেন আবদুল মোতালেব, পাইলট এসোসিয়েশন সাবেক সভাপতি, ক্যাপ্টেন মো: সালাউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর আয়েসা ফিসিং, জাহেদুর রহমান, সা: সম্পাদক বিমা, হাজী মিন্টু তালুকদার, চেয়ারম্যান হাজী গ্রুপ, লেখক মো: কামরুল ইসলাম, কবি আলমগীর হোসাইন, ক্যাপ্টেন সাঈদুল ইসলাম সাইদ, সা: সসম্পাদক এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ক্যাপ্টেন মনির , সাবেক সভাপতি এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস, টিভি, বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রদান মোঃ মাসুদ আলম সাগর, তসলিম হাসান হৃদয়, সম্পাদক গ্রীণ লিফ ম্যাগাজিন, নরুল কবির ব্যুরো চিফ মাই টিভি, সহ এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্য সহ আরো অনেকেই। ক্যাপ্টেন খোরসেদ আলম ও মহসিন আলমের সঞ্চালনায় যমুনা রাইডারস বনাম ডাকাতিয়া গ্লাডিওটর এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে যমুনা রাইডারস কে পরাজিত করে ডাকাতিয়া গ্লাডিওটর জয় লাভ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিইপিটিসি এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সকল এক্স ক্যাডেট দের এক মেলন মেলার মত। এই উদ্যোগ কে আমি স্বাগত জানাই, আমি আনন্দিত এক্স,ক্যাডেট দের এই উন্নতি ও আয়োজনে। আশা করি সামনে এভাবে আরো অনেক বড় আয়োজন হবে সেই সাথে ডিইপিটিসি ক্যাডেট রা দেশ, বিদেশে যেভাবে ছড়িয়ে পরেছে তারা চাইলে ফিসিং সেক্টর ও নৌ সেক্টর এর উন্নয়নে অনেক ভুমিকা রাখতে পারবে।