October 11, 2024, 5:00 am
শিরোনামঃ
রিসোর্টের বন্ধ ঘরে মিললো সাবেক অতিরিক্ত সচিবের লাশ ঘণ্টায় ৪০ লাখ কি.মি. বেগে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়, তাণ্ডব চলবে ৬ ঘণ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা, ৫৭,৫০,০০০ টাকা উদ্ধারসহ ৬ জন গ্রেফতার গণপূর্ত প্রকৌশলীর দুর্নীতিতে তাজউদ্দীন মেডিকেলের লিফট যেন মরণ ফাঁদ গণপূর্ত প্রকৌশলীর দুর্নীতিতে তাজউদ্দীন মেডিকেলের লিফট যেন মরণ ফাঁদ ময়মনসিংহে বন‍্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা ওয়াহাব আকন্দ ২০২৫ সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আশা রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা:গ্রেপ্তার ১ ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এখন থানায় নয়, জিডি হয় অনলাইনে, চরম দূর্ভোগে আরএমপি’র সাধারণ মানুষ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশে র প্রতিটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধরণ মানুষকে এবং মিলছেনা প্রত্যাশিত পুলিশি সেবা। সোমবার (২ জানুয়ারি ২০২৩) এমন দৃশ্য মিলেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানায়। নাম মোঃ ওসমান গানি শাহ। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তার মোটর সাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়।

তাই গত ১ জানুয়ারি ২৩ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান বোয়ালিয়া মডেল থানায়। কিন্তু সেখানে দ্বায়িত্বরত (ডিউটি অফিসার) পুলিশ কর্মকর্তা জানান,আপনাকে অনলাইনে জিডি করতে হবে এবং বাইরের দোকানে। পুলিশের কথাম ত বাইরের দোকানে আসলে পড়তে হয় বিড়াম্বনায়।

কারন সার্ভার জ্যাম কোনভাবেই তিনি জিডি করতে পারলেন না। অবশেষে তিনি তার কাগজপত্র ঐ দোকানে রেখে গেলেন। যা এখনও সম্ভব হয়নি। ফেসবুকে অপপ্রচারের কারনে ২ জানুয়ারি দুপুর ১২ টায় দুইজন সংবাদকর্মী বোয়ালিয়া মডেল থানা য় আইসিটি আইনে মামলা করতে গেলে অফি সার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান,এখানে আমা দের কিছু করার নাই আপনি সাইবার ক্রাইম ইউনি

টে যোগাযোগ করেন। পরে বাধ্য হয়ে ঐ সংবাদকর্মী সাইবার ক্রাইম ইউনিটের প্রধান সহকারি কমিশনার উৎপল চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আগে থানায় একটি জিডি করুন তারপর আমরা দেখবো। পরে থানায় জিডি করতে গেলে পড়তে হয় ভোগান্তিতে। থানা থেকে বলা হলো আপনি বাইরে দোকানে গিয়ে অনলাইনে আবেদন করেন এবং হার্ড কপি আমাদের কাছে নিয়ে আসেন। তাদের কথামত দোকানে গেলে দোকানদার জানান,অনলাইনে জিডি করা যাচ্ছে না,সার্ভারে সমস্যা। আবার থানায় ফিরে গেলে ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মোসাঃ হাসনা ইনা রীতি বলেন আমাদের কিছু করার নাই। চাইলে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন।

তার কাছে সেই সহযোগিতা চাইলে এবং ওয়েবসাইট এ্যড্রেস চাইলে তিনি বিরক্ত হন। পরে বিরক্তের সুরে সংবাদকর্মীদের সাথে অশালীন আচরন করেন।
এরপর সংবাদকর্মীরা উপস্থিত থাকাকালীন সময়ে আরও অনেকে আসেন জিডি করতে। তাদের সকলকে জানানো হয়, জিডি অনলাইনে বাইরের দোকান থেকে করে নিয়ে আসেন। তাহলে পুলিশের এমন দ্বায়িত্ব বিবেচনা করলে প্রশ্ন থেকেই যায় ” এই হয়রানির জন্য দায়ী কে?” পরে আরএমপির অন্যান্য থানায় খোঁজ নিলে একই ভোগান্তির কথা জানা যায়।

এবিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখ্যপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি মিটিং এ আছি জরুরি কিছু বলার থাকলে বলুন। জিডি করতে নাগরিক ভোগান্তির বিষয়ে জানালে তিনি জানান, সকল জিডি অনলা ইনে করা লাগবে না। শুধু হারানো ও লস এন্ড ফাউ ন্ড জিডি গুলো অনলাইনে করা লাগবে। সার্ভারের সমস্যার কথা জানালে তিনি বলেন আগে লস এন্ড ফাউন্ডের বিষয়ে জানতে হবে। ঠিক আছে বলে ফোন রেখে দেন।

উল্লেখ্য, গত ২০২২ সালের ২১ জুন পুলিশি সেবার মান উন্নয়ন ও কোনো ভোগান্তি ছাড়া একজন নাগ রিক ঘরে বসে আইনি সেবা নিশ্চিতকল্পে সফট ওয়্যার ও সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননে ত্রী শেখ হাসিনা। এর সুফল হিসেবে থানায় না গিয়ে কোনো ঝামেলা বা প্রশ্ন পর্ব ছাড়াই ঘরে বসে এক জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন এমন প্রযুক্তি ও সফটওয়্যার চালু করে অনলাইনে জিডি আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। কিন্তু সেই প্রযুক্তিই এখন ঝামেলার বড় কারন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page