নূর মোহাম্মদঃ “অতীতে অনেকেই এমপি হয়েছে, কিন্তু আমাদের এলাকার উন্নয়ন হয়নি। এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি হওয়ার পর আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।তাই আগামী দিনেও নৌকাকে বিজয়ী করতে হবে নুর উদ্দিন চৌধুরী নয়নকে এমপি করতে হবে।” শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে কথাগুলো বলেন ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি আরও বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।
১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেকচেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন না ন্নুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার বিপ্লব।সভায় প্র ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী,লক্ষ্মীপুর জর্জ কোর্টের পিপি এড জসিম উদ্দিন, এড নজরুল ইসলাম রাসেল,মোঃ হানিফ,রিয়াজ উদ্দিন খান বাবলুসহ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনে র নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।