নূর মোহাম্মদঃ
“যেখানে এমপির পিএস গেলেই চলে সেখানে নিজেই ছুটে যাই, যদি একটু বেশি বরাদ্দ পাই,এলা কার মানুষের যদি একটু উপকার হয়।”রবিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চর রমনি ইউনিয়নে ডাঃ আবদুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন ইউক্রেন – রাশিয়া যুদ্ধের কারনে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঢেউ বাংলাদেশকেও স্পর্শ করছে।
এ অবস্থায়ও যতটুকু সম্ভব এলাকার উন্নয়নে সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি।
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, ২০ নং চররমনি মোহনের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল,৭ নং বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি,ইউপি সদস্য দুলাল মোল্লা,সদর থানা সেছাসেবক লীগ আহ্বায়ক ও এমপির ব্যক্তিগত সহকারী ০২ রেজাউ ল করিম রিহান ক্বারী,চর রমনি মোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাষ্টারসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।সভায় পড়াশোনায় কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র – ছাত্রী ওখেলাধূলায় বিজয়ী ছাত্র – ছাত্রীদের পুরস্কৃত করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকু ল ইসলাম বাবর।