এম আশরাফুল আলম ~~ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ জেলার শহরের প্রাণকেন্দ্রে ১৯৮৫ সালে সরকার নিবন্ধিত রেইন-বো ক্লাবের যাত্রা শুরু হয়েছিল।যার নিবন্ধন নং ছিলো ঝিনাই: ৮৯৬/১২ কিছু বছর পর কার্যক্রম থমকে যায়। দীর্ঘ এক যুগেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পর আবেদনের প্রেক্ষিতে পুনরায় কার্যকরী কমিটি (সময় কাল ৩ বছর) অনুমোদন দেয় জেলা সমাজসেবা কার্যালয়, ঝিনাইদহ। বিশিষ্ট ব্যবসায়ী, যুবনেতা আলহাজ্ব বাসের আলম সিদ্দিকী সাহেব ২২ মে ২০২৩ইং সোমবার বিকাল ৫.৩০ মিনিটের সময় ক্লাবের উদ্ধোধন করেন।
উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু সহ এলাকার কিশোর,তরুন,যুবক এবং সম্মানিত বিভিন্ন পেশার মানুষ। উক্ত অনুষ্ঠানে বাসের আলম সিদ্দিকী বলেন এই সময় টা ছেলেরা নেশা ও মোবাইলে গেইমে আশক্ত হয়ে সময় নস্ট করছে, কিন্তু আগের দিনের মতো এখন শরীর চর্চা মূলক খেলাধুলা চোখে দেখা যায় কম। তাই আমার অনুরোধ আপনারা সবাই এই ক্লাবের মাধ্যমে তরুন প্রজন্ম কে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে আনবেন।এবং সমাজের উন্নয়ন মুলক কর্মকাণ্ড করবেন। আমার সাহায্যের হাত সবসময় উন্মুক্ত থাকবে।আমি আপনাদের ক্লাবের কার্যক্রমের সাথে থাকতে পারলে নিজেকে গর্বিত মনে করবো।
নির্বাহী কমিটি নিম্নরুপ : সভাপতি. মাজেদুর রহমান বাদল, সহ সভাপতি. রাশেদুল হাসান সোহান,সাধারণ সম্পাদক .ইমরান হোসেন রানা,সহ-সাধারণ সম্পাদক. মোঃ রানা মিয়া, কোষাধ্যক্ষ. সাংবাদিক মোঃ আশরাফুল আলম. নির্বাহী সদস্য, মোঃনয়ন খোন্দকার. নির্বাহী সদস্য, মোঃআরিফ খোন্দকার। সভাপতি বাদল বলেন আমি রেইন-বো ক্লাবের সভাপতি কিন্তু আপনারা যারা কমিটির অন্তর্ভুক্ত সবাই মিলে মিশে আমরা সমাজের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো এবং মাদকমুক্ত সমাজ ও খেলাধুলা নির্ভর একটা জেনারেশন উপহার দিবো।