স্টাফ রিপোর্ট:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র কক্সবাজার পর্যটকদের উপছে পডা ভীড কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের তৃতীয় দিনে মানুষের ঢল এখানে দেশি বিদেশি লাখলাখ পয়টকরা ও আসতে শুরু করেছে। কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন কানায় কানায় ভতি এখানে সমুদ্র ঘুরতে এসে সাগর পাড়ে বেড়ানোর মজায় আলদা বলে কয়ে ক জন পয়টক বলেন। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে বছরে এক বার ঘুরতে আসি।
যদি কক্সবাজার আসা না বেড়ানো মজাটা আসম্পুন থেকে যায়।কক্সবাজার সমুদ্র সৈকতের পয়টক নিরাপ ত্তা নিয়ে জৈনিক কর্তব্য রত টুরিস্ট পুলিশের বরাত দিয়ে জানান আমাদের কক্সবাজার বাজারে পযটকদে জন্য জেলা প্রাসাশনে আইন শৃংখলা বাহীনি বিশেষ ব্যাবস্হা গ্রহন করেছেন।
যতে কোন পযটক হযরানি সিকার না হয় সব সময় বিশেষ নজর দারি বাড়ানো হয়েছে জেলা প্রাশাসনের পক্ষ থেকে। পযটক নিরাপত্তা জোরদার বিশেষ ব্যাবসহা ইতি মধ্যে কক্সবাজার টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে এরিয়াতে টুরিস্ট পুলিশ সবসময় দাযিত্ব অটুট ও অঈিকার বদ্ধ।