January 20, 2025, 1:55 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপি’র ট্রাফিক মামলার জরিমানা প্রদান করা যাবে; সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name

প্রথম বাংলা-এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশপিএলসি এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরি মানা প্রদান করা যাবে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সেআনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল কাইয়ুম খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাতআলী এনডিসি অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটিব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদানের শুভ উদ্বোধনকরেন অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে ট্রা ফিক মামলার জরিমানা প্রদান পদ্ধতি এবং এর ফলে গ্রাহকদের সুবিধাসমূহ তুলে ধরেন।

ডিএমপি কমিশনার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তারা সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ও ট্রাফিক মামলার জরিমানা প্রদান করা যাবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST