(কাউনিয়া উপজেলা প্রতিনিধি)-
রংপুরের কাউনিয়া থেকে গাঁজা সহ মুন্সি আতিকুর জামান মাখন (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগান এলাকার রেলওয়ে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।নিহত মুন্সি আতিকুর জামান মাখন লালম নিরহাট পৌরসভার মাস্টারপাড়া গ্রামের দুবাই প্রবাসী মুন্সি মালিকুজ্জামানের ছেলে। মৃত্যুর রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সাধু লিচু বাগান কুড়া রপাড় এলাকার লোকজন সকাল ৮ টার দিকে রেলওয়ে ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক যুবককে ভাসতে দেখ তে পেয়ে রেল পুলিশকে খবর দেয়।খবর পেয়ে জিআর পি পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহযোগি তায় ওই যুবকের লাশ উদ্ধার করে। মরদেহ উপরে আনার পর নিহত যুবককের কোমরে বিশেষ কায়দায় পেঁচানো থাকা ছয় পোঁটলা গাঁজা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান,খবর পেয়ে পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ঘটনা স্থলে এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় সনাক্ত করা হয়।পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে ওই যুবককে সনাক্ত করে। ওই যুবকের কাছে থেকে গাঁজা পাওয়া গেছে। ওই যুবক মাদক ব্যবসার সাথে জড়ি ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।