(কাউনিয়া রংপুর প্রতিনিধি)ঃ
রংপুরের কাউনিয়ায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে মারপিটের ঘটনা ঘটেছে। উপজেলার শহীদবাহ ইউনিয়ন ও বালাপাড়া ইউনিয়নের শিমান্তবর্তী এলাকার গের্দ্দো বালাপাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা যায় গত ০৮/০ ৯/২০১৩ খ্রি: তারিখে দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে মোঃ আ শরাফুল ইসলামের বাড়িতে তারই আপন বড় ভাই মোঃ বক্কর মিয়া সহ তার পরিবারের লোকজন সকলে একত্রিত হয়ে হাতে লাঠি-সোঠা,লোহার পাইপ,ধারালো অত্র সহ আ শরাফুল ইসলামের পশ্চিম দিকের ঘরের ভিতরে অনধিকা র প্রবেশ করে, এবং মোঃ বক্কর মিয়ার হুকুমে এলোপাথা ড়ি মারপিট শুরু করে। পরে আশরাফুল ইসলামের স্ত্রী ও সন্তান এগিয়ে আসলে তাদের ওপরও চওড়া হয়ে, তাদের কে সহ দেশীয় অস্ত্র দারা আঘাত করলে গুরুতর আহত হয়।পরে কোন রকম জান বাঁচিয়ে তারাতারি কাউনিয়া উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য আসেন,এবং ৩ জনি ভর্তি হন।
সেই সঙ্গে তাদের বাড়িতে থাকা নগত ৫০০০০/-(পঞ্চাশ) হাজার টাকা ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে যাও য়ার অভিযোগ উঠেছে তাদের আবু বক্কর গংগের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম বাদী হয়ে থানা এ কটি অভিযোগ দাখিল করেছেন।এ বিষয়ে জানতে চাইলে শহীদবাগ ইউনিয়নের সহকারি বিট ইনচার্জ এনামুল হক জানান খবর পেয়ে ঘটনার পরপরই আমরা সেখানে গিয়ে ছি এবং দুইপক্ষকেই শান্ত করে প্রাথমিক চিকিৎসা নেওয়া র জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছি। এ বিষয়ে যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।