প্রথম বাংলা – জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা ছাড়ে। খবর বাসসের।ফ্লাইটটির কাতারের স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে বাসস জানিয়েছে।
স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে দোহায়। সেই সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষ য়ে আলোচনা হবে বলে বাসস জানিয়েছে।দোহায় পৌঁছে শনিবার বিকালে প্রধানমন্ত্রী কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিব আন্তোনি ও গুতেরেস,সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি এবং ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন।৫ মার্চ সম্মেলনের উদ্বোধনী সভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠ কের পাশাপাশি বাংলাদেশ,লাওস ও নেপালের যৌথ ভাবে আয়োজিত ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন।