স্টাফ রিপোর্টার – টাংগাইল জেলার কালিহাতি উপজেলা সরকারি খাদ্য গুদাম এলএসডিতে চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ মৌসুমে নিম্ন মানের চাউল ও ধান ক্রয় এর অভিযানে উঠেছে।
সরকারি নীয়ম অনুযায়ী ধান ও চাউল সংগ্রহে আর্দ্রতা, মরা ধানা, চিটা যুক্ত ধান ও চাউল নীয়ম না মেনে সংগ্রহ করা হচ্ছে।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি আরিফ রব্বানী টন প্রতি ২/৩ হাজার টাকা নিয়ে নিম্ন মানের চাউল ত্রয় করেছে।
যাহা গুদামের বিভিন্ন খামালে মজুদ করে রেখেছে।
খাদ্য পরিদর্শক ওসিএলএসডি আরিফ রব্বানী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ঘুষ বাণিজ্যে চালিয়ে যাচ্ছে।
দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর নেশায় মগ্ন হয়ে পরেছে। কালিহাতি খাদ্য গুদামে দুই জন খাদ্য পরিদর্শক পোস্টিং নিতে চেয়েছিলেন। আরিফ রব্বানীর কালো টাকার কাছে হার মেনে পোস্টিং নিতে পারেনি।
সরকারি কর্মসুচীর চাউল ওজনে কম দেওয়া, খালি বস্তা বিক্রি করার রয়েছে তার বিরুদ্ধে।
ওজনে সরকারি কর্মসুচীর চাউল কম দেওয়ায় কারনে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেছে।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কয়েক কোটি টাকার সহায় সম্পদ গড়ে তোলেন। ময়মনসিংহ শহরে নাকি আলিশান ফ্ল্যাট ক্রয় করেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি আরিফ রব্বানীর মতামত জানতে একাধিক বার ফোন দিলে রিসিভ করেনি। ক্ষুর্দে বার্তা পাঠিয়ে মতামত জানা যায়নি।