February 10, 2025, 10:39 am
শিরোনামঃ
সাংবাদিক কোন দলের নয়’দেশ ও জাতির বিবেক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অবৈধ সরকারের ঈমানদার যৌথবাহিনী ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ব্রেকিং নিউজ: ডাক্তার পিনাকী ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস গভীর রাত্রে অনেক আওয়ামীলীগের বাড়ির ঘর লুটপাট ও পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে ফতেহপুর বাজারের ব্যবসায়ী বেলাল মেম্বার এর দশ লক্ষ টাকার মালামাল লুট ও দোকান ঘর দখল ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাশেমপুর কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার পকেটে আওয়ামী লীগের মন্ত্রিসভা এমনটাই বলেন তিনি

Reporter Name

দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট-বাংলা দেশ আওয়ামীলীগ,বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দল।যে দল আপস করেনি-কোন রাষ্ট্রদ্রোহী দলের সাথে,আপস করেনি কোন সন্ত্রা সের সাথে।কিন্তু-গাজীপুর জেলার-গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দেখা যায় বাংলাদেশ আওয়ামীলীগের উল্টো কার্যক্রম।যে ছিল জামা য়াত শিবিরের রগ কাটা সন্ত্রাস-যার নেতৃত্বে গাজীপুর সিটির শত শত আওয়ামীলীগ কর্মীর রগ কাটা হয়েছে,সেই-রগ কাটা সাইজ উদ্দিন মোল্লা বর্তমানে-

গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউ ন্সিলর।এলাকার জনগন- ও-গাজীপুর সিটি আ ওয়ামীলীগের মাঝে শুরু হয়েছে এ নিয়ে কো ন্দল,বিদ্রোহ,কলহ-ও-অন্যান্য রেশারেশি।এ নিয়ে-পরিকল্পনা করে সাইজ উদ্দিন মোল্লা,আও য়ামীলীগে থেকে-আওয়ামীলীগ নিধন করবে।

এসব পরিকল্পনার কথা জানতে পেরে-এখন আর তাঁর সাথে কোন কর্মী নেই,কেউ তাঁর সাথে থেকে মরতে চায় না।সাইজ উদ্দিন মোল্লা কি করে-আওয়ামীলীগের কমিশনার হন-এ নিয়ে-সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন তৈরী করার জন্য-দৈনিক সময়ের কন্ঠের এক দল গনমাধ্যম কর্মী মাঠে নেমে জানতে পারে-২০০৩ সালে সে মার্ডার করেন। ইউনিয়ন যুবলীগের নেতা-আইন জীবি আতিকুর রহমান কে,হাইব্রিড আওয়ামী লীগকে কোটি কোটি টাকা যুষ দিয়ে-কমিশনার থানার কমিটির ভোটের মাধ্যমে না হয়ে।

সিলেকশন কমিটি নির্বাচিত হয়।আনুমানিক দশ কোটি টাকা ঘুষ দিয়ে তৈরী করেছে-আওয়ামী লীগের পকেট কমিটি,যা দ্বারা-গাজীপুর সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড এলাকায় চলছে-চাঁদা বাজী,অনেকে বলে-ফকিন্নির পুতেরা কয়েক বছর আগেও- বিদেশ ফেরত গাছ কাটারও শ্রমিক দর্জির দোকানদার ডাকাতি সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন,

বর্তমানে মাদক,নারী-ব্যাবসা অবৈধ গ্যাস সরকা রি খাদ জমিতে শত শত ঘর উঠিয়ে অবৈধভাবে অর্থ হাতে নিচ্ছেন এবং জাল দলিলের মাধ্যমেই সহ নানা অপকর্ম করে থাকে।এভাবে চলতে থাকলে-গাজীপুর সিটি আওয়ামীলীগ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে।তাঁর ভাই-ইদ্রিস মোল্লা এসব অপকর্মের মূল হোতা।

কাশিমপুর থানা এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তাঁরা করছে না।কোন মন্ত্রীর নির্দেশে নাকি এসব হচ্ছে-সে মানুষকে বুঝানোর চেষ্টা করে,আসলে-এসব আওয়ামীলীগ ডুবানোর কাজ।ইদানিং-কিছু পএিকায়কে নিজের মনগড়া কথা প্রচার করাচ্ছেন -তা নিয়ে মানুষ সন্দেহ করে।পিত মৃত হোসেন উদ্দিন মোল্লা তাহার ছেলে সাইজ উদ্দিন মোল্লা কাউন্সিলর।

৩ নং ওয়ার্ডের-ও-১ নং যুগ্ন সাধারন সম্পাদক কাশিম পুর থানা আওয়ামীলীগের থাকলে-গাজী পুর সিটি কর্পোরেশন এলাকায়- আওয়ামীলীগ জনপ্রিয়তা হারাবে-মনে করেন অনেকে।বর্ত মানে-আইনজীবি আতিকুর রহমান হত্যা-ও-শত শত আওয়ামীলীগ কর্মীর রগ কাটার বিচার চায়-বিজ্ঞ আদালতের প্রতি-গাজীপুর জেলা আওয়ামীলীগ।

এতে-বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি মানুষের আস্হা বাড়বে,মনে করেন-গাজীপুরের সুশীল সমাজ এ ব্যাপারে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজীপুর জেলার নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার বরাবর তার নির্বাচন দাখিলকৃত হলফনামা চাওয়া হয়েছে। দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকায় চোখ রাখুন



Our Like Page
Developed by: BD IT HOST