কিস্তির টাকা দিতে না পারায় ৩ সন্তানের জননীকে আটকে রেখে মারধর
Reporter Name
Update Time :
শনিবার, আগস্ট ২৬, ২০২৩
/
212 Time View
/
Share
নূর মোহাম্মদঃ সময়মত ঋণের কিস্তির টাকা দিতে না পারা য় রুমি আক্তার নামের তিন সন্তানের জননীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রত্যাশী চন্দ্র গঞ্জ শাখা ( সাধর ঘর) ম্যানেজার কাজল আহমেদ ও মাঠকর্মী কুলসুম আক্তারের বিরুদ্ধে।
শনিবার বিকেলে অফিসে ডেকে নিয়ে প্রায় ২ ঘন্টাআটকে রেখে রুমিকে তার স্বামীকে অফিসে আসতে বলে ম্যনে জার কাজল আহমেদ। এসময় ঘরে থাকা শিশু সন্তানরা কান্নাকাটি করছে বলে চলে আসতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরিক ভাবে মারধরের শিকার হন।রুমি র চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য পাঠায়।রুমি জানায় তার স্বামী সিএনজি চালক ফিরোজ আলম শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় সিএনজি চালাতে পারিনি।
এ বিষয়ে জানতে চাইলে কাজল আহমেদ জানান পরপর ২ কিস্তির টাকা দিতে পারেনি রুমি। এজন্য অফিসে আটকে রাখা হয়েছে।আমরা তাকে চিকিৎসার টাকা দিয়ে দিবো।রুমির স্বামী ফিরোজ আলম জানান, আমি উপযুক্ত বিচার না পেলে আমি মামলা করবো।