মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন মধুপুর সরকার পাড়া হরিফিয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচি ত হয়েছে। জানা যায় ২০১৬ সালে সুপার পদে মাওলানা আহম্মদ আলী যোগদান করার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নসহ প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নের অগ্ৰগতি হয়েছে যার ফলশ্রুতিতে আজকের এই অর্জন।
সুপার আহাম্মদ আলী বলেন আমি যোগদান করার পর থেকে আল্লাহর রহমতে নিজের যোগ্যতা,মেধা ও সকলের সহযোগিতায় মাদ্রাসাটির অবকাঠামো সহ লেখা পড়ার মান ফিরিয়ে নিতে পেরেছি।তারই স্বীকৃতি স্বরুপ গত কয়েক বছরের ন্যায় এ বছরেও আমাকে আমার শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা,প্রশিক্ষণ,প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ইং এ উলিপুর উপজেলার উপজেলা পর্যায়ে ” শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান(মাদ্রাসা) নির্বাচিত করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উলিপুর মহোদয় সহ উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছি।
সকলেই দোয়া করবেন, যেন শিক্ষা প্রতিষ্ঠানটির আরও উন্নতি করতে পারি।দোয়া প্রার্থনায়- মাও: আহাম্মদ আলী ( কামিল, এম এ, বি এড, এম এড), সুপারিন্টেন্ডেন্ট, মধুপুর সরকার পাড়া হরিফিয়া দাখিল মাদ্রাসা, উলিপুর কুড়িগ্রাম।